প্রশংসায় ভাসছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র 'বি পজিটিভ ২'
সামাজিক চিন্তাধারাকে পুজি করে আহমেদ নাঈম নির্মাণ করেছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বি পজেটিভ’। কোরবানীর ঈদ উপলক্ষে ১৪ আগস্ট মঙ্গলবার এটি মুক্তি পেয়েছে ‘এশিয়ান সিটি এন্টারটেইনমেন্ট'র ইউটিউব চ্যানেলে।
স্বল্পদৈর্ঘ্যটি নিয়ে আহমেদ নাঈম বলেন, “পজিটিভ চিন্তাধারাকে সকলের অভ্যাসে পরিণত করে একটি সুন্দর জীবন গঠনের আহ্বান এবং মানুষিক ও মানবিক পরিবর্তনের প্রচেষ্টায় এই গল্পটি লিখেছি।
একটি দৃশ্যে "অভ্যাস "নামক শব্দটির সংজ্ঞা উল্লেখ করা হয়েছে। যেন পজিটিভ চিন্তা ধারাকে আমরা সহজেই, আমাদের অভ্যাসে পরিনত করতে পারি। শুধু শিক্ষা অর্জন করাই আমাদের কর্তব্য নয়।
আমরা যা শিখেছি তা বাস্তবায়ন করাই আমাদের কর্তব্য।সবাইকে নিজ কর্তব্য পালন এবং অন্যদেরকে কর্তব্য পালনে সহযোগিতা করার আহ্বান করছি। শিক্ষামূলক প্রেক্ষাপট নিয়ে কাজ করার ক্ষেত্রে আমি সবসময় শিহরণ অনুভব করি। তবে এটুকু বলতে পারি, সকলের কাছ বেশ পজিটিভ সাড়া পাচ্ছি। বহুদিন পর কোনো গল্প লিখে ও নির্মাণ করে প্রশান্তি পেয়েছি।
পরিচালনার পাশাপাশি ‘বি পজিটিভ’র গল্প লিখেছেন নাঈম নিজেই। অভিনয়ে ছিলেন, আহমেদ নাঈম, সাদিয়া শাজাহান সিমরান, সেহের সিমরান, কায়সার তুহিন, দেব রাও, ত্রিস্টান হৃদয়, এইচ আর রিয়াজ প্রমুখ।এটি প্রযোজনা করেছেন আর জে মঈনুল হোসাইন।
চিত্রগ্রহণে ছিলেন মোহাম্মদ সাকিব আল ইসলাম, সম্পাদনা ও রংবিন্যাস করেছেন হায়াত মাহমুদ রাহাত।পোষ্টার ডিজাইন করেছেন ফয়সাল মাহমুদ, সহযোগী পরিচালক ছিলেন তৌহিদ ইসলাম, ও ইয়াসিন আরাফাত।